• মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ২৩-৬-২০২৩, সময়ঃ রাত ০৭:৫২

যৌথ অভিযানে হত্যা মামলার দুই পলাতক আসামী বগুড়া থেকে গ্রেফতার



নিজস্ব প্রতিবেদক ►

র‌্যাব-১৩ ও র‌্যাব-১২ এর যৌথ অভিযানে গাইবান্ধা সদর থানার হত্যা মামলার এজাহার নামীয় দুইজন পলাতক আসামীকে বগুড়ার শাজাহানপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদ্বয় হচ্ছে শ্রী প্রদীপ কুমার মোদক (২৪) ও শ্রী মৃদুল চন্দ্র মোদক (২৬)। এরা দু’জন আপন ভাই। সদর উপজেলার উত্তর আলালেরতারী গ্রামের শ্রী সুনীল চন্দ্র মোদকের পুত্র। 

ঘটনার বিবরণে জানা যায়, উত্তর আলালেরতারী গ্রামের শ্রী সুবল চন্দ্র মোদক (৫০) এর পরিবারের সংঙ্গে আসামীদের জমিজমা নিয়ে দীর্ঘদিন যাবত ঝগড়া বিবাদ, মারামারি চলছিলো। এরই জের ধরে বিবাদীগণ ভিকটিমদের বিভিন্ন প্রকার ভয়ভীতি ও হত্যা করার হুমকি-ধামকি দিয়ে আসছিলো। এমতাবস্তায় গত ৩ মে আসামীর বসত বাড়ীর সামনে দিয়ে দাড়িয়াপুর বাজারে যাওয়ার সময় আসামীগণ ভিকটিমকে হত্যার উদ্দেশ্যে লাঠি, ছোরা, দা, রড, লোহার সাবল এবং রামদা দিয়ে আঘাত করলে গুরুতর যখম হয়। তৎক্ষনিকভাবে ভিকটিমের আত্নীয়-স্বজন ও প্রতিবেশীরা গুরুতর রক্তাক্ত অরস্থায় শ্রী সুবল চন্দ্র মোদক (৫০) কে গাইবান্ধা সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য রংপুুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থান্তান্তর করা হয়। পরবর্তীতে চিকিৎসাধীন থাকা অবস্থায় শ্রী সুবল চন্দ্র মোদক (৫০) মৃত্যুবরণ করেন।  এ ঘটনায় ভিকটিমের ছেলে মিন্টু চন্দ্র মোদক (৩২) বাদী হয়ে গাইবান্ধা সদর থানায় হত্যা মামলা দায়ের করেন।

মামলার সূত্র ধরে আজ ২৩ জুন র‌্যাব-১৩, গাইবান্ধা এবং র‌্যাব-১২, সিপিসি-৩, বগুড়া ক্যাম্পের নেতৃত্বে একটি যৌথ অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে বগুড়া জেলার শাজাহানপুর উপজেলায় অভিযান পরিচালনা করে হত্যা মামলার দুই পলাতক আসামী শ্রী প্রদীপ কুমার মোদক (২৪) ও শ্রী মৃদুল চন্দ্র মোদক (২৬) গ্রেফতার করা হয় জানান ফ্লাইট লেফটেন্যান্ট সিনিয়র সহকারি পরিচালক (মিডিয়া) মাহমুদ বশির আহমেদ।

তিনি আরও জানান, গ্রেফতারকৃত আসামীদ্বয় দীর্ঘদিন যাবৎ নিজেদেরকে আত্নগোপন করিয়া বারবার তাদের অবস্থান পরিবর্তন করত। গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদে বর্ণিত হত্যা মামলার এজাহার নামীয় পলাতক আসামী বলে স¦ীকার করেছে। ধৃত আসামীদ্বয়কে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।